গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

স্বেচ্ছাসেবক দলের র‍্যালি
স্বেচ্ছাসেবক দলের র‍্যালি | ছবি: এখন টিভি
0

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে পালিত হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ (মঙ্গলবার ১৯ আগস্ট) সকালে নগরীর টঙ্গীতে র‍্যালি বের করে দলটির নেতাকর্মীরা। র‌্যালিটি চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর আয়োজনে এ র‍্যালীতে সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। শুধু ভোট নয়, যেকোনো প্রতিকূল পরিস্থিতিও মোকাবিলা করার জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

র‍্যালীতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সাদ্দামসহ আরও অনেকে।

এসএস