স্থায়ী কমিটির বৈঠক যখন চলছে তখন দল থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা পূর্ব নির্দেশনা অনুযায়ী চেয়ারপারসন কার্যালয়ে উপস্থিত হাজিয় হন।
দলীয় সূত্রে জানা যায় স্থায়ী কমিটির এ বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয় থাকার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে।
উল্লেখ্য, সোমবার গুলশানে প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণার কথা জানিয়েছিলেন তারেক রহমান।





