আজ (রোববার, ৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তারেক রহমান আরও বলেন, ‘বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গিয়েছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’
আরও পড়ুন:
তিনি সতর্ক করেন, ‘সামনে অনেক কঠিন সময় আসছে। প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে পরিকল্পনা থাকতে হবে।’
এর আগে বক্তব্যে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ‘একাত্তর, বায়ান্ন, চব্বিশ—সবই বিএনপির অর্জন। বিএনপি সব সময় আন্দোলন সংগ্রামের সঙ্গে থেকে দেশের ইতিহাস-সংস্কৃতিতে ভূমিকা রেখেছে।’





