দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি চেয়ারম্যান

বিএলডিপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান অনুষ্ঠান
বিএলডিপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান অনুষ্ঠান | ছবি: এখন টিভি
1

নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেন।

এসময় যোগদান অনুষ্ঠানে বিএলডিপির চেয়ারম্যান সেলিম বলেন, ‘বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।’

এসময় বিএনপিতে যোগ দেওয়ায় শাহাদত হোসেন সেলিমকে স্বাগত জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন এটা একটা ম্যাসেজ। জাতীয় প্রেক্ষাপটে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।’


এএইচ