দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে: তারেক রহমান

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি
বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জনগণ আমাদের কাছে কথার ফুলঝুড়ি পছন্দ করে না। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে, কীভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশকে এগিয়ে নেয়ার ডিটেইল প্ল্যানিং শুধু বিএনপির আছে, আর কোনো দলের নয়।

আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তন অনুষ্ঠিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষা খাতের পরিকল্পনার বিষয়ে তারেক রহমান বলেছেন, ‘স্কুলে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা নিজেরাই ঠিক করবে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরো একটি ভাষা শিখতে হবে।’

আরও পড়ুন:

তরুণদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর পরিকল্পনাও ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ৩ লাখের মতো মসজিদ আছে। মসজিদগুলোতে যে ইমাম-মুয়াজ্জিন সাহেবরা আছেন, তাদের সামাজিক স্বীকৃতি দেয়া প্রয়োজন।’

এনএইচ