নরসিংদী-২ আসনে লড়বেন তুষার; মনোনয়ন চেয়েও পাননি শামান্তা-নুসরাত-সুজন

বাম থেকে তুষার, শামান্তা শারমিন, নুসরাত ও সুজন
বাম থেকে তুষার, শামান্তা শারমিন, নুসরাত ও সুজন | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়। ঘোষণা অনুযায়ী, নরসিংদী-২ আসনে লড়বেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

আরও পড়ুন:

তবে মনোনয়ন পাননি দলের আলোচিত দুই নেত্রী—শামান্তা শারমিন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), যিনি রংপুর-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন; নুসরাত তাবাসসুম (যুগ্ম আহ্বায়ক), যিনি কুষ্টিয়া-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এছাড়া আলোচনায় থাকা রিকশাচালক সুজনও ঢাকা-৮ আসনে এনসিপির মনোনয়ন পাননি।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।’ তিনি আরও জানান, তিন ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

আরও পড়ুন:

এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, ‘দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন।’ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না; প্রার্থী নির্বাচনি আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে।’

এনএইচ