আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম।’
সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা আরও থাকতে পারে আশঙ্কা করে পরওয়ার বলেন, ‘সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন:
যারা আধিপত্যবাদের পক্ষে তারাই এই খুনের সাথে জড়িত মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘গুলির পর ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সীলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তন্তে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোষররা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে কিনা সে প্রশ্ন জামায়াতের সেক্রেটারির।’
আগামী নির্বাচনে রিফাইন আওয়ামী লীগের নামে ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ‘জীবিত ওসমানের চেয়ে শহিদ ওসমানের পরিবারের সম্মান অনেক বেশি।’





