১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান; ২৫ ডিসেম্বর সংবর্ধনার প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: এখন টিভি
0

১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ দিন তাকে সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ, নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

দেশে পৌঁছে তারেক রহমান প্রথমেই যাবেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

এরপর বিকেলে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন তিনি। সেখানে তাকে দল মত নির্বিশেষে সংবর্ধনা দেয়া হবে। শেষ সময়ের মত প্রস্তুতি চলছে সমাবেশস্থলের।

আরও পড়ুন:

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা ঘিরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

তার দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এটি ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে বলেও মনে করেন নেতাকর্মীরা।

আগ্রহ আর অপেক্ষার অবসান ঘটবে বলে আশা বিএনপির নেতাকর্মীদের। তারা মনে করছেন, তারেক রহমানের আগমনে উজ্জীবিত হবে বিএনপিসহ সারা বাংলাদেশ। সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ এর ১৯৬ নম্বর বাসভবনে যাবেন বলে জানা যায়।

এসএইচ