বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা, প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবাদে বিক্ষোভ
প্রতিবাদে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট- সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বিকেলে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিমের সভাপতিত্বে উপজেলার সাবেক সদস্য চিব মাহমুদুর রহমান, যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু সহ সহস্রাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।

এসময় বক্তারা দাবি করেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে ফ্যাসিস্টবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

আরও পড়ুন:

তারা জানান, ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যার মিথ্যা মামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলমগীর শেখ নামে একজন নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়ার কুমাখালী এলাকার মো. সোহানুর রহমান বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

সেজু