ব্রাহ্মণবাড়িয়ার একটিসহ যুগপৎ জোটের ৭ সঙ্গীকে আসন ছেড়ে দিলো বিএনপি

নাজমুল হোসেন
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
1

যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য আরও ৯ আসনে প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কিছু বিষয়ে একমত হতে পেরেছি।’

এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। তাকে কুমিল্লা-৭ আসনের জন্য মনোনীত করেছে বিএনপি। ঢাকা-১৩ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন ববি হাজ্জাজ। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান। তবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন:

এছাড়া, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া নড়াইল-২ এ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকীকে সমর্থন দেবে বিএনপি।

এনএইচ