জামায়াতের নির্বাচনি জোটের ২৫৩ আসনে বণ্টন; কোন দল কত পেলো

১১ দলের সংবাদ সম্মেলন
১১ দলের সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি জোটের আসন বণ্টন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জোট নেতাদের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে সংবাদ সম্মেলনে আসেনি ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি।

দলটির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে জোটের বিষয়ে এখনো আলোচনা চলছে।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণায় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসনে লড়বে।

এছাড়া নেজামে ইসলাম পার্টি ২, আমার বাংলাদেশ (এবি) পার্টি ৩ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।

আরও পড়ুন:

তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কতটি আসন থেকে নির্বাচন করবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানান জামায়াতের এ নেতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে নির্বাচনি আসন সমঝোতা জোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘জোট ১১ দলীয় আছে, এটা ভাঙেনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবো না। আমরা যুব সমাজের ভোট নিশ্চিত করতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা জানি।’

সাতচল্লিশ, একাত্তর, চব্বিশসহ সব আত্মত্যাগের প্রতি জামায়াতে ইসলামী শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন দলটির আমির।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কাররের পক্ষে থাকা বৈষম্যবিরোধী দেশ গড়ার লক্ষ্য নিয়েই সবাই এক জোট হয়েছি। সারা দশে কোনো দলের প্রার্থী থাকবে না, সবাই হবে এই জোটের প্রার্থী হবে। সবাইকে গণভোটে হ্যা ভোটের পক্ষে সচেতন করতে হবে।’

নির্বাচনী আসন সমঝোতার তালিকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কর্তৃক ঘোষিত আসন সমঝোতার তালিকাটি নিচে টেবিল আকারে দেওয়া হলো:

রাজনৈতিক দলের নাম বরাদ্দকৃত আসন সংখ্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০
বাংলাদেশ খেলাফত মজলিস ২০
খেলাফত মজলিস ১০
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
আমার বাংলাদেশ (এবি) পার্টি
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
মোট বরাদ্দকৃত আসন ২৫৩

এসএস