পুরুষ বিভাগে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য দু’দল শ্রীলঙ্কা ও হংকং। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।
অন্য দলগুলো ৫ম থেকে ৯ম স্থানের জন্য লড়বে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্স-আপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে ট্রফিবঞ্চিত হয় বাংলাদেশ।
অন্যদিকে এবারই প্রথম জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল । নারী দলও ‘এ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। আগামী ৩ থেকে ১৩ জুলাই চীনের দাজহু শহরে অনুষ্ঠিত হবে এ আসরটি।