ওমর মারমৌশ গোল করে এগিয়ে দেন ফারাওদের। ৩২ মিনিটে সালাহর পাস থেকে রামি রাবিয়া গোল করলে ২-০ গোলের লিড পেয়ে যায় মিশর। যদিও সেখান থেকেই ম্যাচে ফেরার আভাস দেয় আইভরিকোস্ট। এল ফাতুর গোলে আত্মঘাতীয় গোলের সুবাদে ৪০ মিনিটে ম্যাচের ব্যবধান ২-১ গোলে নামিয়ে আনে আইভরিকোস্ট।
আরও পড়ুন:
যদিও বিরতির পর ৫২ মিনিটে মোহাম্মদ সালাহ গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় মিশর। গুয়েলে দুয়ে এরপর এক গোল করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মিশর।
সেমিফাইনালে সাবেক সতীর্থ সাদিও মানের সেনেগালের মুখোমুখি হবে মোহাম্মদ সালাহর মিশর। আরেক সেমিফাইনালে স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ আরেক ফেভারিট নাইজেরিয়া।





