পুলিশ ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, রোববার রাতে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানে করে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলা এলাকায় নানার বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধু। পথে রাত তিনটার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা সদর হাসপাতালে আশ্রয় নেন। এসময় হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত দুই আনসার সদস্য তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আরও পড়ুন:
অভিযোগ অনুযায়ী, পরে আনসার সদস্যরা হাসপাতালের নতুন ভবনের দশতলার নিচতলায় স্বামীকে রেখে গৃহবধুকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী নিচে নেমে স্বামীকে বিষয়টি জানালে স্থানীয়দের সহায়তায় তারা সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোরের দিকে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধুকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’





