তিনি ছিলেন ক্লাবের অন্যতম সফল লিজেন্ডারি মিডফিল্ডার। কিন্তু কোচিং ক্যারিয়ারে দেখলেন বুমেরাং। পারফরম্যান্স, ফল কিংবা বোর্ডের অসন্তোষ সব মিলিয়ে ১ বছরের কম সময়ে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে বরখাস্ত হলেন জাভি অ্যালোনসো।
সোমবার এক বিবৃতিতে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ জানায় পারস্পরিক সমঝোতায় জাভি অ্যালোনসোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। কিছুক্ষণ পর আরেক ঘোষণায় নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম জানায় রিয়াল। মাদ্রিদের ‘বি’ দলের কোচ ছিলেন সাবেক এই ডিফেন্ডার।
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনে অবিশ্বাস্য সাফল্যের পর গত জুনে তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নেন জাভি অ্যালোনসো। তার কোচিংয়ে ক্লাব বিশ্বকাপে সেমিফাইনাল খেলে রিয়াল।
আরও পড়ুন:
নতুন মৌসুমে শুরুটা ছিল দুর্দান্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয়, যার মধ্যে ছিল বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো জয়।
তবে নভেম্বরের পর হঠাৎই ছন্দপতন। আট ম্যাচে মাত্র দুই জয়, টানা দুই ঘরের মাঠে হারে সমালোচনার মুখে পড়েন আলোন্সো।
ঘুরে দাঁড়ানোর পর সুপার কাপের ফাইনালে আবারও বার্সেলোনার কাছে হারই কাল হয়ে দাঁড়ায়। জাভি অ্যালোনসোর অধীনে ৩৪ ম্যাচে রিয়াল জিতেছে ২৪টি। লা লিগায় বর্তমানে তারা দুই নম্বরে। তবে খুব অল্প সময়েই রিয়াল অধ্যায়ের ইতি টানতে হলো এ ক্লাব গ্রেটকে।





