প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নারী ক্রিকেট দল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দলের সদস্যের সঙ্গে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও যোগ দেন। এছাড়া দুই দলের ম্যানেজমেন্টের সদস্যরাও উপস্থিত ছিলেন গণভবনে।

প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের উপহার হিসেবে হাতে তুলে দিয়েছেন বাটিক ও লেদারের ব্যাগ। এদিকে প্রধানমন্ত্রীকে একটি জার্সি উপহার দিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলও।

গত ১৭ মার্চ ঢাকায় পা রাখে অ্যালিসা হিলির দল। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। গতকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের পর জানা যায় ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণের কথা।

৩১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হবে আগামীকাল ৪ এপ্রিল। টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হতে হবে কি না, তা বলে দেবে সময়।

সেজু