আগামী বছরের ১২জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এ আসরে বাড়ানো হয়েছে দলের সংখ্যা। যদিও ১২ দলের মধ্যে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ৮টি দল। বাকি ৪টি দলকে উতরাতে হবে বাছাইপর্ব।
ছয়টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় নামবে, গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। ৫ জুলাই সেরা দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। আসরে মোট অনুষ্ঠিত হবে ৩৩টি ম্যাচ। ৭টি ভেন্যুতে হবে খেলাগুলো।
লর্ডস ছাড়াও অন্য ভেন্যুগুলো হলো দ্য ওভাল, ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।