হেডিংলি টেস্টে তিন উইকেট নিয়েই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের ২৪ বছরের পুরোনো এ রেকর্ড ভাঙেন তিনি।
এশিয়ার বাইরে ক্রিকেটের পরাশক্তি চার দেশ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আদ্যক্ষর নিয়ে ডাকা হয় ‘সেনা’ নামে।
১৪৬ উইকেট নিয়ে এই চার দেশের বিপক্ষে এশিয়ান বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এতদিন ওয়াসিম আকরামের নামে ছিল। গতকাল ৩ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন বুমরাহ।
১৪১ উইকেট নিয়ে তালিকার তিন নাম্বারে অনিল কুম্বলে। টেস্টের মাত্র ৬০ ইনিংসে তিনি ‘সেনা’ দেশের বিপক্ষে ১৪৮ উইকেট শিকার করলেন।