দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে আবারো ব্যাকফুটে অস্ট্রেলিয়া

নিজের উইকেট হারানোর মুহূর্তে অস্ট্রেলিয়ান ব্যাটার কন্সটাস
নিজের উইকেট হারানোর মুহূর্তে অস্ট্রেলিয়ান ব্যাটার কন্সটাস | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের থেকে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দিনশেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়ানরা। দ্বিতীয় দিন ৩৩ ওভার খেলে দলীয় ৬৫ রানে ৪ উইকেট হারায় অজিরা। 

উসমান খাজা করেন ১৫ রান, এরপর স্যাম ৫, জস ১২ এবং দিনের সবশেষ উইকেট হারান ক্যামেরুন ব্যক্তিগত ১৫ রান করে। দিনশেষে ১৩ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড এবং ওয়েবস্টার ১৯ রানে। 

এর আগে ৫৭ রানে ৪ উইকেটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে উইন্ডিজ। স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই ব্র্যান্ডন কিং হারান নিজের উইকেট, করেন ২৬ রান। 

পরে রোস্টন চেজ এবং শাই হোপের সাবধানী ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেট জুটি থেকে আসে ৬৭ রান। চেজ ৪৪ রানে আউট হলে পরে আর কোনো কার্যকরী জুটি গড়তে পারেনি দলের অন্যান্য ব্যাটাররা। 

শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৯০ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। এতে দু’দলের প্রথম ইনিংস শেষে ১০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

এসএইচ