তিন উইকেট হারিয়ে ৭২ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দিনের শুরুতেই তারা হারায় ওলি পোপ ও হ্যারি ব্রুককে। অধিনায়ক বেন স্টোকস কিছুটা চেষ্টা করেছিলেন বটে, তিনিও থামেন ব্যক্তিগত ৩৩ রানেই।
একপ্রান্ত আগলে হার ঠেকানোর লড়াই চালান জেমি স্মিথ। প্রথম ইনিংসের এই সেঞ্চুরিয়ান দ্বিতীয় ইনিংসেও আভাস দিয়েছিলেন বড় রানের। অষ্টম ব্যাটার হিসেবে আকাশদ্বিপ তাকে ফেরালে হারটা একপ্রকার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় স্বাগতিকদের জন্য।
ব্রায়ডন কার্স ও শোয়েব বসিরের ব্যাটে হারের ব্যবধানটা কমায় থ্রি লায়নসরা। আকাশদ্বীপ একাই তুলেছেন ছয় উইকেট।
উল্লেখ্য ম্যাচের চার ইনিংসে সর্বমোট রান হয়েছে এক হাজার ৬৯২। ভারত ও ইংল্যান্ডের আর কোনো টেস্টে এত রান হয়নি কখনোই।