রংপুর রাইডার্সকে হারিয়ে জিএসএল শিরোপা জিতলো গায়ানা অ্যামাজন

চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স | ছবি: সংগৃহীত
0

রংপুর রাইডার্সকে ৩২ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তুললো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ব্যাটিং ব্যর্থতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফিরতে হচ্ছে রানার আপ হয়েই।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গায়ানা। জনসন চার্লসের ৪৮ বলে ৬৭ ও রহমানুল্লাহ গুরবাজের ৩৮ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় ক্যারিবিয়ান দলটি। খালেদ, শামসি ও ইফতেখার রংপুরের হয়ে একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রান আউট হন ইব্রাহিম জাদরান। এরপর দলীয় ২৩ রানে সৌম্য সরকার ও ২৯ রানে কায়াল মায়ার্স আউট হলে চাপে পড়ে রাইডার্স। সেই চাপ সামলে সাইফ হাসান ও ইফতেখার আহমেদের ব্যাটে এগিয়ে যেতে থাকে রংপুর।

তবে নিজেদের ভুলে ৪১ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফেরেন সাইফ। এরপর ইফতেখার আউট হলে দলকে আর কেউ সাহায্য করতে পারেননি। ১৬৪ রানে থামে রংপুরের ইনিংস।

এসএস