এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে বিদায় নেন সাইম আইয়ুব। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানোর পর উইকেটে আসেন মোহাম্মদ হারিস। কিন্তু প্রথম বলেই তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন শরিফুল।

এরপর দলীয় ১৫ রানের মাথায় আরও ৩ উইকেট হারিয়ে বিপাকে পরে পাকিস্তান। তানজিম সাকিব পরপর দুই উইকেট নিলে চালকের আসনে চলে যায় বাংলাদেশ।

দলীয় ৩০ রানে অধিনায়ক সালমান আঘা ফেরেন ব্যক্তিগত ৯ রান করে। এরপর মাহেদির বলে এলবির ফাঁদে পড়ে ১৮ বলে ১৩ রান করে আউট হন খুশদিল শাহ।

অবশ্য আব্বাস আফ্রিদি ও ফাহিম আশ্রাফ মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে শরিফুলের বলে বোল্ড হয়ে ১৯ রানে ফেরেন আফ্রিদি। বিধ্বংসী হয়ে ওঠা ফাহিম আশরাফকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান রিশাদ। তখনও ম্যাচে ছিল নাটকীয়তা।

তবে সবকিছু ছাপিয়ে টসে হেরে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে জাকের আলী করেন ৫৫ রান।

সেজু