বোলারদের ধারাবাহিকতায় প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়েছে লিটন দাসের দল। টানা জয় তুলে নিয়ে ২-০ তে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা। এবার পালা হোয়াইটওয়াশ করে আগের সিরিজের প্রতিশোধ নেবার।
টি-টোয়েন্টিতে দুই দলের ২৩ বারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয় ১৯ ম্যাচে বাংলাদেশের জয় ৪ টিতে এর মাঝে ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ।
সিরিজ জিতলে আরেকটি সুখবর পাবে বাংলাদেশ। পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠবে টাইগাররা।