দীর্ঘ লাইনের সারি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে কত জল্পনা কল্পনা নিয়ে মাঠে প্রবেশ করে পাগলপিয় ক্রিকেটপ্রেমীরা। টানা দুই ম্যাচ জয়ের পর পাকিস্তানকে এবার হোয়াটওয়াশটাও করবে বাংলাদেশ। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ শিবিরে ঘোর অন্ধকারে ঢাকা পড়েছে সমর্থকদের সব স্বপ্নও।
দর্শকদের মধ্যে একজন বলেন, ‘বাংলাদেশের খেলায় যে আশা প্রত্যাশা নিয়ে আসছি সেভাবে দেখতে পারিনি। এভাবে এতদ্রুত অলআউট হয়ে যাবে, ভাবতে পারিনি।’
অন্য একজন বলেন, ‘প্রথমবার স্টেডিয়ামে খেলা দেখতে আসলাম, আজকেই বাংলাদেশ হেরে গেলো। এটা দুর্ভাগ্যজনক।’
ক্রিকেটপ্রেমী একজন বলেন, ‘বাংলাদেশ হারুক জিতুক, আমরা আশা করছিলাম একটা ফাইটিং হবে। কিন্তু এটা লজ্জাজনক হার।’
আরও পড়ুন:
বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার আগেই গ্যালারি প্রায় ফাকা করে মাঠ ছাড়েন দর্শকরা। অনেকে দাবি করেন ক্রিকেটাররা মাঠে পারফরম্যান্স ঠিকভাবে না করে সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
দর্শকদের মধ্যে একজন বলেন, ‘ভেবেছিলাম তৃতীয় ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে।’
একজন ভক্ত বলেন, ‘তানজীদ তামিম আর ইমন বাইরের দেশে ভালো একটা বন্ডিংয়ে খেলেছে। এখানে এসে মাঝখানে নাঈম শেখরে ঢুকাইছে। তাদের যে একটা জুটি ছিল সেটাই কিন্তু শেষ করে ফেলেছে।’
তবে এত হতাশার মধ্যে অনেক দর্শক ছিলেন ব্যতিক্রম। হারের বেদনা থাকলেও ভুলেনি বাংলাদেশ ক্রিকেটের সমর্থন করতে।