বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে রান করতে পারেনি সফরকারীরা। শেষ টি-টোয়েন্টিতে এসে পাকিস্তান পেয়েছে বড় সংগ্রহ, বাংলাদেশকে হারিয়ে এড়িয়েছে হোয়াইটওয়াশের লজ্জা।
এ দিন মিরপুরের উইকেট নিয়ে গুরুতর অভিযোগ না করলেও বিশ্বকাপ কিংবা আসন্ন এশিয়া কাপের আগে এমন পিচে খেলা যে আদর্শিক ছিল না, তা অকপটেই জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলেন, ‘পিচ সম্পর্কে আমি কিছু বলিনি। তবে একটা বিষয় বলবো, এমন পিচে খেলে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেয়া সম্ভব নয়।’
তবে পাকিস্তানের সঙ্গে একমত নন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ সিরিজে মিরপুরের উইকেটকে পূর্ণ পয়েন্ট দেয়ার পক্ষেই তিনি।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘এটা খুবই ভালো উইকেট ছিল। আমার কাছে মনে হয়, যে দু’টা ম্যাচ আমরা খেলেছি তার চেয়ে অনেক ভালো উইকেট ছিল এটা। আমি বলবো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল।’
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে রাখে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এসে দলে আনা হয় একসাথে ৫ পরিবর্তন। কেন দল নিয়ে এতো পরীক্ষা-নিরীক্ষা, ম্যাচ শেষে তা নিজেই জানান অধিনায়ক লিটন।
শেষ ম্যাচে পাকিস্তান ভালো খেললেও, ইতিবাচক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তবে পুরো সিরিজে টপ অর্ডারদের নিয়ে সন্তুষ্ট লিটন। সাথে বোলাদেরও নিয়েও বেশ প্রশংসা ছিল তার কণ্ঠে।
লিটন দাস বলেন, ‘তাসকিন প্রথম ম্যাচ খেলেছে। সাইফুদ্দীন অনেকদিন যাবৎ খেলছিল না, তাকেও দেখার একটা বিষয় ছিল। অন্যদেরকেও সুযোগ দেয়া হয়েছে। আমাদের টপ অর্ডার থেকে রান এসেছে। আমাদের বোলিং ইউনিটও খুবই ভালো করেছে। অধিনায়ক হিসেবে আমি মনে করি ১৮০ রান চেজ করা সম্ভব। তবে আমরা প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-তেই অনেকটা ম্যাচ হেরে গেছি।’
শেষ ম্যাচ জিততে পারলে আফগানিস্তানকে টপকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৯ নম্বরে আসার সুযোগ ছিল বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি।
সিরিজ জিতলেও মাঠে আসা দর্শকরাও ফিরেছেন একরাশ হতাশা নিয়ে। তবে প্রথমবার এমন অর্জন আগামী দিনে অবশ্যই আশা দেখাবে বাংলাদেশ ক্রিকেটকে।