চতুর্থ টি-টোয়েন্টিতেও হারের বৃত্ত ভাঙা হলো না ওয়েস্ট ইন্ডিজের

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও হারের বৃত্ত ভাঙা হলো না ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার তারা হেরেছে ৩ উইকেটে। আগে ব্যাট করতে নেমে সম্মিলিত প্রচেষ্টায় স্কোরবোর্ডে ২০৫ রান তোলে ক্যারিবিয়ানরা। দলের ৯ ব্যাটার রানের দেখা পেলেও কেউই স্কোর বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩১ রান এসেছে শেরফেইন রাদারফোর্ডের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা। বড় টার্গেটের সামনে ব্যাট করতে নেমে জশ ইংলিস এবং ক্যামেরন গ্রিনের ফিফটিতে শক্ত ভিত পেয়ে যায় সফরকারীরা।

এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১৮ বলে ৪৭ রানের ইনিংস। শেষদিকে অ্যারন হার্ডির ২৩ রান অস্ট্রেলিয়াকে নিয়ে যায় জয়ের কাছাকাছি। শেষ পর্যন্ত ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অজিরা।

এএইচ