এশিয়ান কাপ: আফগানিস্তানের প্রাথমিক দল ঘোষণা

আফগানিস্তান ক্রিকেট দল
আফগানিস্তান ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

মহাদেশীয় আসরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে এশিয়ান ক্রিকেট। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে এবার প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান। ২২ সদস্যের এই দলটি ২ সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে সংযুক্ত আরব আমিরাতে। সেখান থেকে চূড়ান্ত করা হবে ১৫ জনের দল।

চূড়ান্ত এ স্কোয়াড নিয়ে আরব আমিরাত এবং পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। সেই সিরিজের পরেই এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবে আফগানিস্তান।

আরও পড়ুন:

ঘোষিত এ দলের অধিনায়ক হিসেবে থাকছেন স্পিন অলরাউন্ডার রশিদ খান। বরাবরের মতোই প্রাধান্য দেয়া হয়েছে স্পিন বিভাগকে। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। নিজের ক্যারিয়ারের শেষ এশিয়া কাপ খেলতে নামবেন তিনি।

এএইচ