টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ দল। টাইগারদের শুরুটা অবশ্য ভালো যায়নি এদিন। ওপেনার জাওয়াদ আবরার আউট হন ৫ রান করে।
এরপর রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ১১২ রানের জুটি ভালো অবস্থানে নিয়ে যায় বাংলাদেশকে।
৭৮ বলে ৭৭ রানের ইনিংস উপহার দিয়ে আউট হন রিফাত। এরপর তামিম ফেরেন ৬৫ বলে ৩৪ রান করে। আবদুল্লাহ, রিজান, ফরিদ হাসান, দেবাশিষদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ পায় বড় পুঁজি।
জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন অধিনায়ক তামিম এবং রিজান।