পাওনা অর্থের জন্য ক্রিকেট বোর্ডের দ্বারস্থ ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা

ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা
ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা | ছবি: সংগৃহীত
0

ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের পাওনা অর্থের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। সবশেষ আসরে দলের খেলোয়াড়দের প্রাপ্য অর্থ এখনও পরিশোধ করতে পারেনি ক্লাবটি। এক প্রকার বাধ্য হয়েই বিসিবিতে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা।

আগামী ১৭ আগস্ট তারিখে টাকা পরিশোধের ব্যাপারে মিলেছে নতুন আশ্বাস। এর আগেও ব্রাদার্স ইউনিয়নের পারিশ্রমিক ঘিরে ছিল জটিলতা।

গেল বছর ও ক্রিকেটাররা পাননি নির্ধারিত পারিশ্রমিক। এবারও নিজেদের প্রাপ্য অর্থের জন্য ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ক্রিকেটারদের।

সেজু