এ ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। টিম রবিনসনের ৬৬ বলে ১০৬ রানের ঝড়ো সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ তোলে কিউইরা।
আরও পড়ুন:
জবাবে ব্যাটিংয়ে নেমে মার্শের ৪৩ বলে ৮৫ ও শেষ দিকে ট্রাভিস হেড ও শটের দুই ক্যামিও ইনিংসে ভর করে ৬ উইকেট ও ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
এ জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো সফরকারীরা। দুর্দান্ত ক্যাপ্টেন্সি ও ম্যাচ উইনিং ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অজি অধিনায়ক মিচেল মার্শ।





