পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দলের জন্য এখন পর্যন্ত অধিনায়ক চূড়ান্ত করা হয়নি। এরপরেই গুঞ্জন শুরু হয় অধিনায়কের পদে আর নাও দেখা যেতে পারে রিজওয়ানকে।
আরও পড়ুন:
গেলো বছরের অক্টোবরে দায়িত্ব পাওয়ার পর এক বছরের মধ্যেই সরে যাচ্ছেন এ উইকেটরক্ষক ব্যাটার। বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা।
ধারণা করা হচ্ছে, সাদা বলের জন্য সালমান আগার ওপরেই পূর্ণ আস্থা কোচ মাইক হেসনের। তবে একইসঙ্গে শাহিন আফ্রিদি এবং বাবর আজমের নামও আছে আলোচনায়।





