নির্বাচন প্রক্রিয়া আর নীতিনির্ধারকদের ভাবনাতেই গলদ আছে, অভিযোগ তামিমের

বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল
বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

অপরিকল্পিতভাবে অল্প বয়সে জাতীয় দলে অভিষেক, কয়েক ম্যাচ পর বাদ পড়া, এরপর হারিয়ে যাওয়া। বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘদিনের রীতি। সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, গলদ আছে নির্বাচন প্রক্রিয়া আর নীতিনির্ধারকদের ভাবনায়ও। একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলে, বয়স বেশি হলেও তাদেরকে জাতীয় দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করেন এ ক্রিকেটার।

বিপিএলে সবচেয়ে বেশি দাম পাওয়া নাঈম শেখ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন একটি। এরপর আর কখনো টেস্ট দলে ডাক মেলেনি তার। হালের টি-টোয়েন্টি সেনসেশন সাইফ হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু টেস্টের মাধ্যমে। অথচ সেই ফরম্যাটে এখন ব্রাত্য তিনি।

হুট করে জাতীয় দলে অভিষেক, কয়দিন পর হারিয়ে যাওয়া, দেশের ক্রিকেটে এমন পরিণতি দেখেছেন অনেক ক্রিকেটারই। সাবেক অধিনায়ক তামিম ইকবাল কাঠগড়ায় তুললেন নির্বাচকদের। প্রশ্ন তুললেন জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়াতে যে ভাইবটা চলে আমরা সেদিকে প্রভাবিত হয়ে যাই। দ্যাট ইজ রং এটি কোনোভাবেই হওয়া উচিত নয়। আপনি ক্যাপাবল তাই সেখানে বসানো হয়েছে। আপনার চিন্তা ধারা সেরকম থাকতে হবে। যদি আপনার মনে হয় কেউ তিনবার শূন্য করার পরও তার মধ্যে অ্যাবিলিটি অর ক্যাপাবিলিটি আছে তাহলে আপনি আরও তিনটি অপশন দেন।’

আরও পড়ুন:

অল্প বয়সে জাতীয় দলে ডাক পেয়ে বাদ পড়া ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখেন। তুষার ইমরান, নাঈম ইসলাম সহ এমন অসংখ্য নাম আছে। তবে একবার জাতীয় দলের দরজা বন্ধ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে হাজারো রান করেও আর সে দরজা খুলতে পারেন না তারা। তামিম ইকবালের মতে, পারফর্ম করলে সুযোগ দেয়া উচিত সেসব সিনিয়র ক্রিকেটারদেরও।

তামিম ইকবাল আরও বলেন, ‘বাংলাদেশের সিলেকশন বলেন প্ল্যানিং বলেন একটি সেক্টরকে মিস করে যাচ্ছে বাংলাদেশ। এ সেক্টর থেকে যে একটি ভালো প্লেয়ার নতুন করে হতে পারে না এটি কোনো জায়গায়ে লেখা নেই। এ সেক্টরটি হলো যারা ১০-১৫টি ম্যাচ খেলেছে যাদের বয়স ৩৩ থেকে ৩৪ তাদের কোনো সময় কন্সিডারই করা হয় না। একটি ছেলে ৩৫ বছর বয়সেও ক্যামব্যাক করতে পারে ন্যাশনাল টিমে এটি কন্সিডার করে না এটি ভুল একটি থিওরি আমার হিসেবে। আমাদের মেন্টালিটি চেঞ্জ হতে হবে। আশির দশকের মানুষদের বসায় রাখলে এমন হবে।’

মাঠের বাইরের নানাবিধ সমালোচনার সময়ে ক্রিকেটারদের আগলে রাখার দায়িত্বও টিম ম্যানেজমেন্টের। মনে করেন তামিম ইকবাল খান।

এফএস