অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, বাদ পড়েছেন উসমান খাজা

অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা | ছবি: সংগৃহীত
0

অ্যাডিলেডে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। অস্ট্রেলিয়ার নির্বাচকরা দলে জ্যাক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডের ওপর আস্থা রেখেছে।

অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। সাথে আছেন নাথান লাওনও। তাদের জায়গায় বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডান ডগেট। পার্থ টেস্টে পিঠে ব্যথা পান খাজা। যে কারণে ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি।

আরও পড়ুন:

এ সপ্তাহের শুরুতে খাজা জানিয়েছিলেন ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট আছেন তিনি। তাকে মিডল অর্ডারে খেলানোর কথাও চিন্তা করা হয়। তবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা জশ ইংলিশকে দলে রেখে ওয়েদারাল্ড ও হেডের ওপর ওপেনিংয়ে আস্থা রেখেছেন।

ইএ