বিপিএলের ইভেন্ট টেকনিক্যাল কমিটি জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ দুপুর ২টার পরিবর্তে ৩টায় শুরু হবে। মূলত ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতেই ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন:
যে কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর সময়েও এসেছে পরিবর্তন। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে। এদিকে ২১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি।
সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। এছাড়া ২৫০, ৫০০, ৬০০ ও ২ হাজার টাকায় আলাদা আলাদা ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন দর্শকরা।





