বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের লোগো | ছবি: এখন টিভি
0

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের আগ্রহ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলকে ভারত না পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর এমন প্রস্তাব দিয়েছে পিসিবি।

ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ আয়োজন করছে। প্রাথমিকভাবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব জানিয়েছিল বিসিবি।

আরও পড়ুন:

তবে সেখানে ম্যাচ আয়োজন সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে পাকিস্তান প্রস্তুত আছে বলে জানিয়েছে পিসিবি। সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু বড় ইভেন্ট সফলতার সঙ্গে আয়োজনের বিষয় উল্লেখ করে নিজেদের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে পিসিবি আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে জটিলতা এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আজ বৈঠকে বসেছেন আইসিসির প্রধান জয় শাহ। সেখানে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যায়।

এসএইচ