তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন, আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি। কিন্তু সেটার বিষয়ে উনারা এখনো কোনো সমাধান করেননি। শেষ কিছুদিন ধরে আপনারা দেখছেন যে, একজন বোর্ড ডিরেক্টর, উনি যেভাবে খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এভাবে খেলোয়াড়দের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট উনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি।’
এর আগে, ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের অবমাননাকর মন্তব্যে দুঃখপ্রকাশ করে বিসিবি। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এরপরই তার এই বক্তব্য ঘিরে পক্ষ-বিপক্ষে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
এরই মধ্যে ‘ক্রিকেটারদের ক্ষতিপূরণ’ সংক্রান্ত প্রসঙ্গে নতুন বক্তব্যে আজ আবারও আলোচনায় নাজমুল ইসলাম।
বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কি না? এমন এক প্রশ্নের জবাবে আজ বিসিবি পরিচালক নাজমুল বলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে, কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে পাল্টা এই প্রশ্ন করেন নাজমুল ইসলাম।
তিনি বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’





