আগেই প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম নোয়াখালীর দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূণ্য রানেই প্রথম উইকেট হারায়। এরপর ১১ রানের মাথায় দ্বিতীয় উইকেট পরে বন্দর নগরের দলটির।
ব্যক্তিগত ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হারিসও। দলীয় ২৯ রানে আরও এক উইকেট হারালে চাপে পরে চট্টগ্রাম। এরপর হাসান নাওয়াজ ও শেখ মাহেদি মিলে দলের হাল ধরেন, ১১ রান করে ফেরেন নাওয়াজ।
আরও পড়ুন:
একপাশ আগলে রেখে ৩৬ বলে ৪৯ রানে অপরাজিত থেকে চট্টগ্রামকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহেদি ও আসিফ আলি।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন আফগান ক্রিকেটার ঈশাখিল।




