দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। তবে, তাদের ঈদ আনন্দে খানিকটা ভাটা পড়েছে বাফুফের দায়িত্বজ্ঞানহীন কান্ডে। কারণ, ফেডারেশনের স্টাফরা বেতন পেলেও বেতন পাননি আফঈদারা।
বাফুফের একটি সূত্রের দাবি, গেল ১০ ফেব্রুয়ারি চুক্তি করা ৩৬ ফুটবলারদের বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট খোলেনি। যে কারণে বেতন দেয়া সম্ভব হয়নি। যদিও, জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান। তবে, ঈদের পর বেতন পরিশোধ করতে চায় বাফুফে।
নারী ফুটবলারদের বেতন নিয়ে জটিলতা কাজী সালাউদ্দিন আমলেও ছিল। তাবিথ আউয়াল নেতৃত্বাধীন কমিটির বয়স ৫ মাস হলেও পুরোনো ঘটনা থেকে শিক্ষা নেয়নি তারা।
বাফুফের বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পরই সাফজয়ীদের দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণ করেনি ফেডারেশন।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘এটার কোনো আপডেট নেই। আমরা যেহেতু বোনাস ঘোষণা করেছি সেটা ওরা পেয়ে যাবে। যতটুকু জানি এইটার কোনো টাইমলাইন আমরা ধরিনি। সেটা মেয়েরাও জানে।’
বাফুফে নারী ফুটবলারদের বোনাস দিবে কি-না, তা সময়ই বলে দেবে।





