বছরের শুরুতে দেশের ফুটবলে বয়ে যাওয়া ঝড়ের অন্যতম চরিত্র ছিলেন ঋতুপর্না, মনিকারাও। হেড কোচের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফুটবল বয়কটের ডাক দেন তারা। তবে সব ভুলে সেই পিটার বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন তারা। দেশের জার্সিতে মাঠে নেমে নতুন করে সব শুরু করতে চান মনিকারা।
বাংলাদেশ নারী ফুটবল দলের মিডফিল্ডার মনিকা চাকমা বলেন, ‘বিগত দিনে মরা যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। ভালো খেলার চেষ্টা করবো। দেশের জন্য ভালো একটা খেলা উপহার দেয়ার চেষ্টা করবো। মার মনে হয় না যে খুব একটা ইফেক্ট হবে।’
এএফসি বাছাইয়ের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনজাতি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে দল গোছানোর কাজ করছে বাফুফে। সদ্যই ভুটান লিগে খেলে আসা মনিকার লক্ষ্য, সুযোগ পেলে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানো।
মনিকা চাকমা বলেন, ‘ওদের লিগটা অনেক প্রফেশনার সেজন্য আমরা মনে হয় যে, যে খেলাটা আমরা ওখানে খেলেছি, যেভাবে আমরা ওখানে ট্রেনিং করেছি ওগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে মার মনে হয় ভালো একটা রেজাল্ট হবে।’
তিনি বলেন, ‘আমাদের চেয়ে জর্ডান অবশ্যই শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো আমাদের ভালো খেলা উপহার দেয়ার।’
দেশে ফেরা পাঁচ ফুটবলার বাকি ৪১ সদস্যের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। তবে এই ক্যাম্পে ডাক পাননি সাবিনা-কৃষ্ণা-সানজিদা-মাসুরা ও সুমাইয়া মাতসুশিমা। ৫ জনই বর্তমানে ভুটান লিগে খেলছেন।