‘ডিজিটাল প্ল্যাটফর্ম’ নিয়ে বাফুফের বিশেষ পরিকল্পনা

বাফুফে | ছবি: সংগৃহীত
0

দেশের ফুটবলকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে এবার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বাফুফে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেবে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে বাফুফের ডিজিটাল মাধ্যমকে এগিয়ে নিতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ বর্তমান অনুসারী ১২ লাখেরও বেশি, দিনদিন যা আরো বাড়ছে। এক হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলের দৃশ্যপটই পাল্টে গেছে। মাঠ ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে আলাপ আলোচনা।

বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, 'টিকটক থেকে যোগাযোগ করেছে। তারা আমাদের ফেসবুকের মুভমেন্ট দেখে ইচ্ছা-পোষণ করেছে আমাদের সাথে কাজ করার জন্য। আমরা তাদের বলেছি তোমরা কি করতে চাও আমাদের বলো। তোমরা কিভাবে কাজ করো আমাদেরকে ডিটেইলস বলো।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলের প্রচারণায় শিগগিরই টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই আমরা এজেন্সি টেন্ডার কল করবো। এরপর আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে কাজ করবো। ফেসবুক অ্যাকটিভ হয়ে গিয়েছে। কিন্তু ওয়েবে এখনও কাজ করা বাকি। আমরা ধাপে ধাপে কাজ করছি।’

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যার অনেকাংই দৃশ্যায়ন করার পরিকল্পনা রয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘শুধু ডিজিটালেই নয় ফুটবল উন্নয়নে মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করার কথা ভাবছে বাফুফে।’

এছাড়া জাতীয় স্টেডিয়াম নিয়ে বিশেষ আরো পরিকল্পনার কথা জানান ফেডারেশনের এই কর্তা। প্রবাসী ফুটবলার এনে মাঠের ফুটবলের উন্নতির পাশাপাশি অবকাঠামো উন্নয়নের দিকেও নজর আছে বাফুফের।

ইএ