শেষ মুহূর্তে মেসির গোল, লজ্জা এড়ালো ইন্টার মিয়ামি

ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসি
ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

মেজর লিগ সকারে লিওনেল মেসির গোলে আবারো নিশ্চিত হারের লজ্জা থেকে বাঁচলো ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ৩-১ এ পিছিয়ে ছিল ফ্লোরিডার ক্লাবটি। তবে ৮৬ মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে নেয়া ফ্রি-কিকে গোলকিপারকে পরাস্ত করে ব্যবধান কমান মেসি।

আর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে তেলেস্কা সেগেভিয়ার গোলে হার এড়ায় মিয়ামি। এ নিয়ে শেষ আট ম্যাচের ৭টিতেই জয়বঞ্চিত তারা।

এ সময়ে তাদের জালে প্রতিপক্ষ দিয়েছে ২৩ গোল। ২৩ পয়েন্ট নিয়ে মেসিদের অবস্থানও টেবিলের ছয়ে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল পেয়েছেন মেসি। এর মাঝে শেষ পাঁচ ম্যাচেই এসেছে তিনটি।

সেজু