এতেই ১৯তম খেলোয়াড় হিসেবে কাতালান জার্সি গায়ে শত গোলের রেকর্ড গড়েছেন পোলিশ এই তারকা। একই সাথে চলতি লিগে বার্সারও শততম গোল ছিল সেটি। একই স্ট্রাইকারের হেডে তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ হাতছাড়া করেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন দানি অলমো।
২৭ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরারের তালিকায় দুইয়ে থেকে আসর শেষ করলেন লেওয়ানডস্কি। তার চেয়ে চার গোল বেশি করে তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।