বায়ার লেভারকুসেনের নতুন কোচ এরিক টেন হাগ

নতুন কোচ এরিক টেন হাগ
নতুন কোচ এরিক টেন হাগ | ছবি: সংগৃহীত
0

জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের নতুন কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার এরিক টেন হাগের নাম ঘোষণা করেছেন। স্প্যানিশ কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

গেল অক্টোবরে রেড ডেভিলদের থেকে বরখাস্ত হবার পর প্রথম কোন দলের দায়িত্ব নিচ্ছেন টেন হাগ।

লেভারকুজেনের সাথে দুই বছরের চুক্তি করেছেন হাগ। এরআগে ম্যানইউ থেকে বরখাস্ত হবার সময় লিগে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪তে ছিল ইউনাইটেড।

যা ১৯৮৯-৯০ মৌসুমের পর তাদের সবচেয়ে খারাপ শুরু, আর এটিই ছিল চাকরি হারানোর অন্যতম প্রধান কারণ।

ইউনাইটেডের হয়ে হাগ এফএ কাপ ও ইএফএল কাপ জিতেছিলেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন হাগ।

এছাড়াও তার অধীনে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম লিগ শিরোপা জেতা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলেছে।

সেজু