দলের অস্থিরতা শেষে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের বিরুদ্ধে সিনিয়র ফুটবলারদের বিদ্রোহের কারণে তরুণ দল সবশেষ আরব আমিরাত সফরে সাফল্য পায়নি।
কয়েকমাস পেরোলেও স্কোয়াডে নেই সাবিনা-সানজিদা সহ সাফজয়ী পাঁচ সিনিয়র ফুটবলার। কোচের সঙ্গে টানাপড়েন শেষে হওয়ায় দলে ফিরেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, মনিকা চাকমা সহ ৯ ফুটবলার।
অভিজ্ঞ ও নতুনের মিশেলে দলে ভারসাম্য ফেরায় ভালো শুরুর স্বপ্ন দেখছেন অধিনায়ক আফঈদা খন্দকারও।