ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ আল হিলাল

ফ্লুমিনেন্স ও আল হিলাল ক্লাবের খেলোয়াড়
ফ্লুমিনেন্স ও আল হিলাল ক্লাবের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

ক্লাব বিশ্বকাপের মঞ্চে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল সৌদি ক্লাব আল হিলাল। রোমাঞ্চে ঠাসা ম্যাচে পেপ গার্দিওলার দলকে অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ ব্যবধানে হারালো সৌদি আরবের ক্লাবটি। দিনের আরেক ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায় ফ্লুমিনেন্স। শনিবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আল হিলাল।

সিমেনো ইনজাগির কোচিংয়ে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে ঠেকিয়ে দিয়েছিল আল হিলাল। এবার শেষ ষোলোর লড়াইয়ে তারা উপহার দিল দারুণ এক চমক।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে বল নিয়ন্ত্রণে রাখা, গোলে শট, সব পরিসংখ্যানেই অনুমিতভাবেই বিশাল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ভাগ্য সহায় ছিল আল হিলালের। পুরো ম্যাচে তাদের লক্ষ্যে শট ছিল কেবল ৬টি। এর ৪টিতেই বাজিমাত করে তারা।

ম্যাচের নবম মিনিটে জটলা থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন বার্নার্দো সিলভা। আক্রমণের ধারা অব্যাহত রাখে সিটি কিন্তু ৩০, ৩৮ ও ৪৪তম মিনিটে তিন দফায় দলকে রক্ষা করেন বোনু।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলে যায় দৃশ্যপট। প্রথম মিনিটেই লিওনার্দোর গোলে সমতায় ফেরে আল হিলাল।

ছয় মিনিট পর চোখধাঁধানো এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় আল হিলাল । মাঝমাঠের একটু ওপর থেকে বল নিয়ে গুলির বেগে এগিয়ে যান মালকাম গোলকিপারকে পরাস্ত করেন নিখুঁত ফিনিশিংয়ে।

মিনিট তিনেক পরই কর্নার থেকে জটলার মধ্যে হল্যান্ডের টোকায় সমতায় ফেরে সিটি। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রুবেন নেভেসের কর্নার থেকে দারুণ হেডে আল হিলালকে এগিয়ে দেন কুলিবালি।

১০৪ মিনিটে গোছানো আক্রমণ থেকে হায়ান শেহকির অসাধারণ ক্রস থেকে ফোডেনের ফিনিশিংয়ে আবার সমতায় ফেরে সিটি। কিন্তু শেষ রক্ষা হয়নি গুয়ার্দিওলার দলের। ১১৩ মিনিটে লিওনার্দোর গোলে হৃদয় ভাঙ্গে সিটিজেনদের।

সেজু