এসি মিলানে যোগ দিচ্ছেন লুকা মদ্রিচ

লুকা মদ্রিচ
লুকা মদ্রিচ | ছবি: সংগৃহীত
0

ক্লাব বিশ্বকাপ শেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার লুকা মদ্রিচ। এক প্রেস কনফারেন্সে এমন খবর নিশ্চিত করেছেন মিলানের নতুন ম্যানেজার ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

ইতালিয়ান ম্যানেজার জানিয়েছেন এক বছরের চুক্তিতে আগস্টেই ক্লাবটিতে যোগ দেবেন মদ্রিচ। এরপর দুপক্ষের জন্য চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও থাকছে।

এর আগে মে মাসে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী ক্রোয়েট অধিনায়ক। যার মাধ্যমে স্প্যানিশ ক্লাবটিতে দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ার শেষ করেন ক্রোয়েশিয়ার এলএমটেন।

২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম থেকে ৪০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে আসেন লুকা মদ্রিচ। তারপর ক্লাবটির জার্সিতে খেলেছেন ৫৯০ ম্যাচ। এ সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ২৮টি ট্রফি। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগের শিরোপাই আছে ছয়টি।

এসএস