নিজেদের সবশেষ দুই ম্যাচের মধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেলেও বাংলাদেশকে হারতে হয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। সেটাই এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে বাংলাদেশকে। দক্ষিণ এশিয়া অঞ্চলে এই মুহূর্তে জামাল ভূঁইয়াদের পেছনে আছে কেবল ভুটান, শ্রীলংকা এবং পাকিস্তান।
বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ হংকং আছে র্যাংকিংয়ের ১৪৭তম স্থানে। আর বৈশ্বিক র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নেশন্স লিগে ফাইনালে স্পেনের হারের সুবাদে জায়গা বদল হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।