টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আছে স্বাগতিকরা, তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। সবশেষ দুই ম্যাচেই ভুটানের বিপক্ষে কোচ পিটার বাটলার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন, সফলও হয়েছেন।
নিষেধাজ্ঞা থাকায় এ ম্যাচেও থাকবেন না সাগরিকা। এদিকে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আরো একবার তাদের বিপক্ষে মাঠে নামার আগে একই ফলাফলের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট।