ম্যানসিটিতে ফিরলেন গোলকিপার জেমস ট্র্যাফোর্ড

গোলকিপার জেমস ট্র্যাফোর্ড
গোলকিপার জেমস ট্র্যাফোর্ড | ছবি: সংগৃহীত
0

গেল মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর শৈশবের ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরলেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গোলকিপার জেমস ট্র্যাফোর্ড।

যে ক্লাবের অ্যাকাডেমিতে নিজেকে গড়ে তুলেছেন, যে আঙিনায় ছিলেন তিনি আট বছর। সেই প্রিয় প্রাঙ্গণে আবার ফিরলেন ট্র্যাফোর্ড। এবার মূল দলের অংশ হয়ে, বড় চ্যালেঞ্জ আর স্বপ্ন নিয়ে।

২২ বছর বয়সী গোলকিপার পাঁচ বছরের চুক্তিতে ফিরলেন ম্যানচেস্টার সিটিতে। শৈশবের ক্লাবে 'এক নম্বর' জার্সি গায়ে চাপাবেন তিনি। ২ কোটি ৭০ লাখ পাউন্ডে তাকে দলে পেয়েছে সিটি।

দুই বছর আগে তাকে ১ কোটি ৫০ লাখ পাউন্ডে ছেড়ে দিয়েছিল ক্লাবটি। সিটির গোলবারে জায়গা করে নিতে তাকে লড়তে হবে এদেরসন ও স্টেফান ওর্টেগার সঙ্গে।

নতুন মৌসুমে সিটি শিরোপা পুনরুদ্ধার শুরু করবে ১৬ অগাস্ট উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে।

সেজু