বেশ কিছুদিনের চেষ্টার পর 'গোলমেশিন' ইয়োকেরেশকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় আর্সেনাল। স্পোর্টিং সিপি থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে পেতে একাধিক ক্লাবের সঙ্গে চ্যালেঞ্জে জিততে হয়েছে মিকেল আর্তেতার দলকে।
ম্যানচেস্টার ইউনাইটেড ও য়্যুভেন্তাসের প্রবল আগ্রহ ছিল ২৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে। গত মৌসুমে স্পোটিংয়ের পর্তুগিজ লিগ ও কাপ জয়ে ইয়োকেরেশের ছিল বড় অবদান।
সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে গোল করেছেন ৫৪টি। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে যা ছিল সর্বোচ্চ।
স্পোটিংয়ের হয়ে দুই মৌসুমে ১০২ ম্যাচে গোল ৯৭টি, গোলে সহায়তা ২৮টি। তাকে পেয়ে খুবই উচ্ছ্বসিত গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল শিবির।